বগুড়ার সাবেক দুই এসপির বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার
- বগুড়া অফিস
- ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৯
বগুড়ায় কর্মরত সাবেক দুই পুলিশ সুপারের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পদক (পিপিএম) প্রত্যাহার করা হয়েছে। ২০২৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলার দায়িত্বে থাকা ১০৩ পুলিশ কর্মকর্তার এই পদক প্রত্যাহার করা হয়। এর মধ্যে তারা দু’জন রয়েছেন। বগুড়ার সাবেক পুলিশ সুপার ( ২০১১-২০১৪ ) বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ডিআইজি (কেএমপি কমিশনার) মোজাম্মেল হক এবং বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত ডিআইজি সাবেক পুলিশ সুপার (২০১৭ -২০২১ ) আলী আশরাফ ভূঞা রয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রোববার এ আদেশ জারি করা হয় বলে জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর (বিপিএম), (বিপিএম-সেবা) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, মোজাম্মেল হক বগুড়ায় পুলিশ সুপার থাকাকালীন বগুড়া শহরের ব্যস্ততম এলাকায় একাধিক বিপণীবিতান ও ফ্যাট নিজের বদলে অন্যের নামে ক্রয়সহ বিভিন্ন এলাকায় অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। বগুড়া থেকে বদলি হয়ে তিনি পাশের নওগাঁ জেলায় এসপি হিসেবে ২০১৮ সালে দায়িত্ব পালন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা