২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

বগুড়ার সাবেক দুই এসপির বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার

-

বগুড়ায় কর্মরত সাবেক দুই পুলিশ সুপারের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পদক (পিপিএম) প্রত্যাহার করা হয়েছে। ২০২৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলার দায়িত্বে থাকা ১০৩ পুলিশ কর্মকর্তার এই পদক প্রত্যাহার করা হয়। এর মধ্যে তারা দু’জন রয়েছেন। বগুড়ার সাবেক পুলিশ সুপার ( ২০১১-২০১৪ ) বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ডিআইজি (কেএমপি কমিশনার) মোজাম্মেল হক এবং বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত ডিআইজি সাবেক পুলিশ সুপার (২০১৭ -২০২১ ) আলী আশরাফ ভূঞা রয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রোববার এ আদেশ জারি করা হয় বলে জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর (বিপিএম), (বিপিএম-সেবা) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, মোজাম্মেল হক বগুড়ায় পুলিশ সুপার থাকাকালীন বগুড়া শহরের ব্যস্ততম এলাকায় একাধিক বিপণীবিতান ও ফ্যাট নিজের বদলে অন্যের নামে ক্রয়সহ বিভিন্ন এলাকায় অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। বগুড়া থেকে বদলি হয়ে তিনি পাশের নওগাঁ জেলায় এসপি হিসেবে ২০১৮ সালে দায়িত্ব পালন করেন।

 


আরো সংবাদ



premium cement