পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৭
চলতি ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা ও সরবরাহ শেষ করা ৩৫ মুদ্রণপ্রতিষ্ঠানকে সংবর্ধনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গতকাল রোববার এনসিটিবি মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: হুমায়ুন কবীর।
সভাপতিত্ব করেছেন এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ফোকাল পারসন কাজী আব্দুর রহমান, এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) প্রফেসর রবিউল কবির চৌধুরী, সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর ড. রিয়াদ চৌধুরী ও সদস্য (অর্থ) মো: নায়েব আলী।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাসচিব কার্যসম্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
তিনি সঠিক সময়ে কাজ শেষ করার মধ্য দিয়ে যেসব ছাপাখানা শিক্ষাকার্যক্রমে অবদান রেখেছে তাদের বিশেষভাবে মূল্যায়ন করার আশ্বাস দেন। তিনি বলেন, ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক নভেম্বর মাসের মধ্যে ছাপা শেষ হবে এবং ডিসেম্বর মাসের ২৫ তারিখের মধ্যে মাঠপর্যায়ে পৌঁছে যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা