সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৭
আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলনের উদ্যোগে গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিডিআর সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সেনা অফিসারদের হত্যাকান্ড ছিল ভারত ও তার ক্রীতদাস আওয়ামী লীগের যৌথ ষড়যন্ত্রের ফসল। এই ষড়যন্ত্রে খুনি হাসিনা, সাবেক সেনাপ্রধান মুঈনুদ্দিন, আওয়ামী লীগের অনেক নেতা ও ভারত সরকার সরাসরি জড়িত। ভারতের বিশেষ বাহিনীর সদস্যরা বিডিআর এর পোশাক পরে এই হত্যাকান্ডে অংশগ্রহণ করে। তাদের অনেককে হিন্দি ভাষায় কথা বলতে দেখা গেছে।
ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও "আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন" এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শওকত আমীনের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসাবে বানী প্রেরণ করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আবদূর রকিব। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন উপদেষ্টা হারুনুর রশীদ খান ইয়ামীনি ও ইঞ্জিনিয়ার সাইয়েদ আবদুল হাদী। আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন এর সদস্য সচিব ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ইলিয়াস আতহারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন সিরাজী, নাগরিক পরিষদের আহ্বায়ক মুহাম্মদ শামসুদ্দিন, লেবার পার্টির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির, জাস্টিস পার্টির এডভোকেট আবুল কাসেম মজুমদার, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মুফিজুর রহমান লিটন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা: শামসুল আলম, ইসলামী ছাত্র সমাজের সভাপতি বিলাল হোসাইন, ওলামা দল নেতা কবির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা