দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৫
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় এয়ার পাওয়ারের যথাযথ ব্যবহারে সর্বদা সচেষ্ট রয়েছে। এয়ার পাওয়ার আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে অগ্রণী ভূমিকা পালন করছে।
গতকাল ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘দ্য রিলেভেন্স ফর এয়ার স্পেস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বৈঠকে সমসাময়িক ভূ-রাজনীতি ও পরিবেশেগত নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক পিএসও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, একাডেমিয়া, থিংক-ট্যাংক, মিডিয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র ও ব্যবসায়ীরা তাদের মূল্যবান মতামত ও পরামর্শ দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা