ডিসেম্বরে ভোটের টার্গেটে তফসিলের প্রস্তুতি চলছে
- বিশেষ সংবাদদাতা
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আগামী ডিসেম্বরকে টাইমলাইন ধরেই আমরা তফসিল ঘোষণায় এগিয়ে যাচ্ছি। ডিসেম্বরকে সামনে রেখেই যেন শিডিউল ঘোষণা করতে পারি সেই হিসেবে এগিয়ে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো তাদের মতো করে কথা বলছে, তবে নির্বাচন কমিশন (ইসি) বাস্তবতা মেনে কাজ করছে। ডিসেম্বর মাসে নির্বাচন করতে গেলে যে যৌক্তিক সময় লাগবে, সেই সময়ে শিডিউল ঘোষণা করব ইনশাআল্লাহ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে গতকাল সাংবাদিকদের এমন তথ্য জানান ইসি মো: আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, ইসি কারো সুবিধা-অসুবিধা বিবেচনায় নেবে না। আমরা কারো নির্দেশনা নয়, স্বাধীনভাবে কাজ করছি। নির্বাচনের জন্য আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ডিসেম্বর সামনে রেখে ভোট করতে গেলে আগামী জুলাই-আগস্ট থেকেই নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকবে কমিশনের।
তফসিল কবে হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, আপনারাই হিসাব করেন। সংসদ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করে ইসি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আবারো বলছি এটা হলো ঐকমত্যের প্রশ্ন। এ ক্ষেত্রে তো প্রত্যেকটা আইন সংস্কারেও হয়তো ঐকমত্য হবে। পরে আমাদের প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন, যদি কালকেই ঐকমত্যের ফলাফল পেয়ে যাই, তাহলে এক ধরনের সময় পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয় তাহলে আবার একটু কমে আসবে। সব কিছু মিলে আমরা আশা করি, একটা যৌক্তিক সময়েই তফসিল ঘোষণা করতে পারব।
তফসিল ঘোষণা ও ভোট করার ক্ষেত্রে কোনো চাপ অনুভব করছেন কি না, জানতে চাইলে এই নির্বচন কমিশনার বলেন, আমাদের কোনো চাপ নেই, আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। গতকাল (শনিবার) আমাদের সিইসি সাহেবের বিবৃতি আপনারা দেখেছেন। কোনো চাপ, ইনফ্লুয়েন্স বা কোনো নির্দেশনা নিয়ে ইসি কাজ করবে না।
রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, দল নিবন্ধনে সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবে ঐকমত্য হলে কাজ করবে ইসি। দল নিবন্ধন আইন থাকতে হবে। এর কিছু সংযোজন বিয়োজন হতে পারে। আর উল্লেখযোগ্য সংখ্যক মৃত ভোটার বাদ দেয়া হচ্ছে।
সংসদীয় সীমানা পুনর্নির্ধারণে প্রায় ৪০০ আবেদন জমা পড়েছে জানিয়ে মো: আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আসন পুনর্বিন্যাসের প্রয়োজন আছে বলে মনে করে ইসি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার কমিশনের প্রস্তাবে জুনের মধ্যে ভোট করার বিষয়টি পরিষ্কার না। সংশ্লিষ্ট আইন সংশোধনে সময় লাগবে। ঐকমত্যে পৌঁছালেও প্রস্তুতি নিতে সময় লাগবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা