ভারতকে দোষারোপ করে স্বাভাবিক সম্পর্ক চাইতে পারে না বাংলাদেশ : এস জয়শঙ্কর
- কূটনৈতিক প্রতিবেদক
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুর জন্য দিল্লিকে অব্যাহতভাবে দোষারোপ করে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার দাবি করতে পারে না ঢাকা।
গতকাল দিল্লি বিশ্ববিদ্যালয়ে দেয়া এক লেকচারে এ মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ ইস্যুর দু’টি দিক রয়েছে। একটি হচ্ছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ। এটা অবশ্যই আমাদের চিন্তায় প্রভাব ফেলে এবং যা নিয়ে আমাদের কথা বলা উচিত। আমরা সেটা করেছি। দ্বিতীয়টি হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি। দিন শেষে আমরা প্রতিবেশী। এখন বাংলাদেশকে মনস্থির করতে হবে ভারতের সাথে তারা কী ধরনের সম্পর্ক চায়।
জয়শঙ্কর বলেন, প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন সব কিছুর জন্য ভারতকে দায়ী করছে। গণমাধ্যমে আসা এসব প্রতিবেদন নিতান্তই হাস্যকর। আপনি একদিন বলতে পারেন না যে আমি আপনার সাথে ভালো সম্পর্ক চাই। আবার প্রতিদিন সকালে উঠে খারাপ যা কিছু ঘটে তার জন্য আমাদের দায়ী করছেন। এ ব্যাপারে তাদের (বাংলাদেশকে) সিদ্ধান্ত নিতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের ইচ্ছার বিষয়টি ঢাকার কাছে পরিষ্কার করা হয়েছে। দিল্লি চায় পরিস্থিতি শান্ত হয়ে আসুক এবং দ্বিপক্ষীয় বন্ধন স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। সীমান্তের ওপার থেকে অব্যাহত শক্রভাবাপন্ন বার্তায় আমরা অসুখী।
সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করেছে ভারত : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবন প্রশ্নে সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত। গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে এস জয়শঙ্করের বৈঠকে এই সতর্কবার্তা দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা