৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ শুরু
- চট্টগ্রাম ব্যুরো
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
স্বাস্থ্যখাত সংস্কারের পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে এ কর্মসূচি শুরু করেন তারা।
ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় ‘গত ১৯ ফেব্রুয়ারি ৯০তম বারের মতো হাইকোর্ট রায় পেছানোর মাধ্যমে স্বাস্থ্যখাতকে নাট্যমঞ্চের রঙ্গশালায় পরিণত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ইর্ন্টান চিকিৎসকরা জানান, সারা দেশের সব মেডিক্যাল কলেজের সাথে একাত্মতা পোষণ করে পূর্ণাঙ্গ রায় ও পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য চমেক হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা