২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

-

গত ১৭ ফেব্রুয়ারি দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত ‘শেয়ারবাজার থেকে ৭০০ কোটি টাকা লুট করে ধরাছোঁয়ার বাইরে হাসান ইমাম। স্ত্রী-সন্তানের নামে দেশে-বিদেশে শতকোটি টাকার অবৈধ সম্পদ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে রেইস এ্যাসেট ম্যানেজমেন্ট।
প্রতিষ্ঠানটির গণসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রতিবাদে বলা হয় প্রতিবেদনে ভুল এবং ভিত্তিহীন বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ড. হাসান তাহের ইমাম ও তার পরিবারের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুন্ন করার অসৎ প্রচেষ্টা মাত্র।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএল’র ব্যবস্থাপনাধীন ফান্ডগুলোর সম্পদ সুরক্ষিত রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পাঠনো একটি প্রতিবেদনে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বেসরকারি ব্র্যাক ব্যাংক মিউচুয়াল ফান্ডগুলোর দু’টি স্বাধীন কাস্টডিয়ানের তথ্যে এই বিষয়টি নিশ্চিত হয়েছে। একই সাথে প্রতিবাদে বলা হয়েছে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে হাসান তাহের ইমামের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
প্রকাশিত সংবাদের একটি অংশে উল্লেখ করা হয়েছে হাসান তাহের ইমামের বিরুদ্ধে ২০২৩ সালের ১৯ নভেম্বর পল্টন মডেল থানায় শতকোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগ দায়ের করেন মো: রুহুল আমিন আকন্দ নামে একজন বিনিয়োগকারী। উল্লেখ্য যে, মো: রুহুল আমিন আকন্দ পুঁজিবাজারে একজন পেশাদার চাঁদাবাজ হিসেবে পরিচিত বলে প্রতিবাদে জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement