২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

মিরপুরে দুই দোকানের তালা কেটে চুরি

-

রাজধানীর মিরপুর ১০ নম্বরের এ ব্লকের একটি মুদি ও একটি বিরিয়ানির দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে এই চুরির ঘটনায় অভিযোগ পেলেও গতকাল শনিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মুদি দোকানে চুরির ঘটনার সিসিটিভির ভিডিও সংগ্রহের কথা জানিয়ে পুলিশ বলেছে, একটি প্রাইভেট কারে তিনজন এসে দোকানের শাটারের তালা কেটে বিভিন্ন মালপত্র বের করে নিয়ে প্রাইভেট কারে করে চলে যায়।
একই এলাকায় চুরি হলেও দোকান দু’টির একটি পড়েছে পল্লবী থানা ও আরেকটি মিরপুর মডেল থানা এলাকায়। ফলে দুই থানায় পৃথক অভিযোগ করার কথা জানিয়েছে পুলিশ।
পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ৩টার পর ‘মা মনি স্টোর’ নামে একটি মুদি দোকানে চুরি হয়েছে। আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনা জানার পর থেকেই আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।


আরো সংবাদ



premium cement