২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`
চাঁপাইনবাবগঞ্জে ড. মিজান আজহারী

আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে

-

বরেণ্য মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, নতুন একটি বাংলাদেশ পেয়েছি। নতুন ভোরের বাংলাদেশ। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই শক্তিকে আগামী দিনে ইসলামের কাজে লাগাতে হবে। তরুণরা দেখিয়ে দিয়েছে কিভাবে উৎখাত করা যায়। আমরা এখন ইউনাইটেড। আমরা উচ্চশিক্ষিত। কিন্তু আমাদের অন্যদের ভালো লাগে না। তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। গতকাল চাঁপাইনবাবগঞ্জে বিশাল তাফসিল মাহফিলে এ কথা বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের অদূরে ইসাহাক উদ্দিন মিয়ার আম বাগানে এটি অনুষ্ঠিত হয়।
তাফসিরে লক্ষাধিক লোকের জনসমাগম ঘটে। চাঁপাইনবাবগঞ্জের জাবালুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। এই ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবু জার গিফারির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। নুরুল ইসলাম বুলবুল বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। জীবনের সকল বিভাগের জন্যই ইসলাম এবং তার সৃষ্টিকুলের জন্য নিয়ামত। ইসলামকে তাই পরিপূর্ণভাবে মানতে হবে। একই সাথে কুরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। মহান আল্লাহ পাক কুরআনকে সত্য-মিথ্যার পার্থক্য হিসেবে প্রেরণ করেছেন। এই কুরআনে বলা হয়েছে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান গৃহীত হবে না। আর সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনীতে। তিনি ছাড়াও মাহফিলে বিশেষ আলোচনায় অংশ নেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জেনারেল সেক্রেটারি মাওলানা নুরুন আমিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর গিয়াস উদ্দিন তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ড. মাওলানা কেরামত আলী, সাবেক এমপি লতিফুর রহমান ও অধ্যাপক মুজিবুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সাবেক মেয়র নজরুল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আবু জার গিফারী, মুফতি আলী আশরাফ, মাওলানা আব্দুল মাতিন প্রমুখ। ডক্টর আজহারী তার বক্তব্য উল্লেখ করেন আগামীর বাংলাদেশ ঐক্যের বাংলাদেশ। এই বাংলাদেশে আর নতুন করে কেউ জুলুম করবে না, জালিম তৈরি হবে না। আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি, এ দেশে লুটপাট দুর্নীতি আর টাকা পাচার হয়েছে। নতুন বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি চাই না। বুক বাঁধার স্বপ্ন নিয়ে এগোতে চাই। নয়া রাজনৈতিক দল বন্দোবস্ত চাই। আমরা সম্প্রীতি সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই। নবীকে গালি দেয়া হচ্ছে। মহান রবকে অশ্লীল শব্দাবলি ব্যবহার করা হচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাই, আমাদের ধৈর্যের পরীক্ষা নিবেন না। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনগণ এসবের নিজেই বিচার হাতে তুলে নিবে। আমার নবী আমার ঈমান। নবীর ভালোবাসাটাই আমার ঈমান। তাই নবীর অসম্মান আমরা সহ্য করব না। ডক্টর আজহারী এরপরে আসন্ন রমজান নিয়ে তার মাহফিলের মূল বক্তব্য পেশ করেন। সেখানে তিনি জানান, এ মাসে কুরআন নাজিল হয়েছে। কুরআন দিয়ে জীবন সাজাতে হবে। কুরান দিয়ে জীবনসমাজ সাজাতে হবে। কুরআনের আইন বাস্তবায়ন না হলে সমাজ থেকে দুর্নীতি উৎখাত সম্ভব হবে না। তিনি আসন্ন রমজানকে কুরআন ময় করে তোলার আহ্বান জানান।

 


আরো সংবাদ



premium cement
‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘ স্পষ্ট রোডম্যাপ তৈরি করুক’ সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা কুষ্টিয়ার-দৌলতপুরে চরাঞ্চলের সাইফ বাহিনীর প্রধান আটক শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান কোনো চাপ বা কারো নির্দেশনায় কাজ করবে না নির্বাচন কমিশন : ইসি ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬ পবিপ্রবিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২

সকল