২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ঢাকায় আসছেন জাতিসঙ্ঘ কর্মকর্তা জুলি বিশপ ও ফিলিপ্পো গ্রান্ডি

-

চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করবেন জাতিসঙ্ঘের শীর্ষ দুই কর্মকর্তা। এর মধ্যে দুই দিনের সফরে গতকাল শনিবার রাতে ঢাকায় আসার কথা মিয়ানমার বিষয়ে জাতিসঙ্ঘ মহাসচিবের বিশেষ দূত ও অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। মহাসচিবের বিশেষ দূত হওয়ার পর এটি হবে বাংলাদেশে তার প্রথম সফর।
অন্যদিকে, সপ্তাহের শেষের দিকে তিন দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসঙ্ঘে শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। চলমান রোহিঙ্গা সঙ্কট, মিয়ানমার পরিস্থিতি, আগামী মার্চে সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের জন্য যৌথ সাড়াদান পরিকল্পনা বা জেআরপি ঘোষণা এবং রোহিঙ্গা সঙ্কট নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে জাতিসঙ্ঘের দুই শীর্ষ কর্মকর্তার এই সফর বেশ গুরুত্বপূর্ণ।
স্থানীয় কূটনীতিকরা জানিয়েছেন, দুই দিনের সফরে গত রাতে ঢাকায় আসার কথা মিয়ানমার বিষয়ে জাতিসঙ্ঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের। সফরকালে তিনি রোহিঙ্গা সঙ্কট নিয়ে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। জুলি বিশপ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
জাতিসঙ্ঘের তথ্য বলছে, জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ান সাবেক পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপকে তার মিয়ানমারবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। তিনি সাবেক বিশেষ দূত নোয়েলিন হেইজারের স্থলাভিষিক্ত হন। নোয়েলিন দায়িত্বকালে বাংলাদেশ সফর করেছিলেন।

ইউএনএইচসিআরের সফর নিয়ে স্থানীয় কূটনীতিকরা জানান, জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফরে থাকবেন। ইউএনএইচসিআরের শীর্ষ এই কর্মকর্তা ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর পর বেশ কয়েক দফায় বাংলাদেশ সফর করেছেন। এবারের সফরে ফিলিপ্পো গ্রান্ডি প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা রয়েছে তার।
মহাসচিবের বিশেষ দূত এবং শরণার্থীবিষয়ক হাইকমিশনারের সফর নিয়ে স্থানীয় কূটনীতিকরা বলছেন, জাতিসঙ্ঘের দুই শীর্ষ কর্মকর্তার সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্ব বহন করছে। এক্ষেত্রে চলমান রোহিঙ্গা সঙ্কট ও তাদের প্রত্যাবাসন, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা অব্যাহত রাখার ক্ষেত্রে দাতাদের ভূমিকা; বিশেষ করে আগামী মার্চে সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের জন্য যৌথ সাড়াদান পরিকল্পনা বা জেআরপি ঘোষণা এবং রোহিঙ্গা সঙ্কট নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে জাতিসঙ্ঘের ভূমিকা এবং বাংলাদেশকে রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার মতো বিষয়গুলো সংশ্লিষ্ট বৈঠকগুলোতে উঠে আসতে পারে।
সরকারের দায়িত্বশীল এক কূটনীতিক বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জাতিসঙ্ঘ বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চলমান রেখেছে।


আরো সংবাদ



premium cement
কোনো চাপ বা কারো নির্দেশনায় কাজ করবে না নির্বাচন কমিশন : ইসি ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬ পবিপ্রবিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ দাউদকান্দিতে স্কুলশিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ নেত্রকোনায় ফিরছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে স্বামী খুন! নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ কম্বোডিয়ায় গ্রেনেড বিস্ফোরণে ২ শিশু নিহত মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আমতলীতে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বাড়িতে ডাকাতি

সকল