২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

আউটসোর্সিং কর্মীদের অবরোধে জলকামান সাউন্ড গ্রেনেড

-

চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধকারী আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টায় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো: খালিদ মনসুর বলেন, দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে রেখেছিল আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কেউ তাতে কর্ণপাত না করায় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। জলকামান নিক্ষেপের সময় আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। পরে বিকেল ৫টার দিকে অবরোধকারী আউটসোর্সিংয়ের কর্মীরা সড়ক ছেড়ে চলে যান।


আরো সংবাদ



premium cement