২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

চট্টগ্রামে গুদামে পোকা মারার ‘কীটনাশকে শ্রমিকের মৃত্যু

-

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে একটি এলাচের গুদামে পোকা মারার কীটনাশকের বিষক্রিয়ায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা গুরুতর অসুস্থ হয়েছেন আরো তিনজন। গত শুক্রবার রাতে ২৩২ নবী সুপার মার্কেটের এমএস ইউনির্ভাসেল অ্যাগ্রো কপোরেশনে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, খাতুনগঞ্জের ওই শ্রমিক ডায়রিয়াজনিত কারণে মারা গেছে। তাদের নিজেদের মধ্যে মিটমাট হয়ে গেছে, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। ডায়রিয়াজনিত ঘটনায় মারা যাওয়ায় পুলিশ কেস করেনি, তাই লাশ দিয়ে দেয়া হয়েছে।
মারা যাওয়া শ্রমিকের নাম মোহাম্মদ মাসুদ (২৯)। তার গ্রামের বাড়ি কুমিল্লা। তবে তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় বসবাস করতেন। এ ছাড়া অসুস্থ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায় স্থানীয়রা। তাদের পরিচয় জানা যায়নি।
এ দিকে গতকাল শনিবার সকালে নবী সুপার মার্কেট এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। তারা এ ঘটনায় বিচার ও দোষীদের গ্রেফতারের দাবি জানান।
জানা গেছে, এম এস ইউনির্ভাসেল অ্যাগ্রো কপোরেশনের মালিক সালাহ উদ্দিন টিপুর গুদামটি ছিল মূলত এলাচের। পণ্য বেশি পুরনো হয়ে গেলে পোকার আক্রমণ ঠেকাতে সেখানে কীটনাশক ব্যবহার করা হয়। ওই কীটনাশকের বিষক্রিয়ায় মোহাম্মদ মাসুদ নামের শ্রমিক মারা যান। তবে মোহাম্মদ আবু বক্কর নাসের এক ব্যবসায়ী নেতার মাধ্যমে নিহতের পরিবারের সাথে মীমাংসা করেন।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, ওই গুদামে পোকার জন্য একটা ওষুধ দেয়া হয়েছিল। সাধারণত এরকম ওষুধ দিলে তিন দিন গুদাম বন্ধ রাখতে হয়। এর মধ্যে সম্ভবত সেখানে দুই-তিনজন শ্রমিক পণ্য ডেলিভারির জন্য যাওয়ায় অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে একজন মারা গেছেন।

 


আরো সংবাদ



premium cement
জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা কুষ্টিয়ার-দৌলতপুরে চরাঞ্চলের সাইফ বাহিনীর প্রধান আটক শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান কোনো চাপ বা কারো নির্দেশনায় কাজ করবে না নির্বাচন কমিশন : ইসি ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬ পবিপ্রবিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ দাউদকান্দিতে স্কুলশিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ নেত্রকোনায় ফিরছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

সকল