উত্তরায় পিকআপভ্যান চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৩
রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে পিকআপভ্যানের চাপায় ইব্রাহিম হোসেন (৩২) নামে সিটি ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টারয় তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ আজমান জানান, রাজলক্ষ্মী মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপভ্যান ইব্রাহিমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাসন উপজেলার কাশেমগঞ্জ গ্রামে। তার বাবার নাম গোলাম কিবরিয়া। বর্তমানে খিলক্ষেতের নিকুঞ্জ-২, ৪ নম্বর রোডের ২২ নম্বর বাসায় থাকতেন। নিহত ব্যক্তি বনানী সিটি ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।