শোক সংবাদ
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৭
এম এ রউফ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার দৈনিক আমার দেশ প্রতিনিধি ও মধুপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ রউফ (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে তিনি ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। শুক্রবার তিনি পেটের সমস্যায় আক্রান্ত হন । শনিবার সকালে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর সকাল ৯ টা ১০ মিনিটে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।
সুখরঞ্জন হালদার
পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের কাপড়িয়া পট্টি নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সুখরঞ্জন হালদার (৮২) শনিবার সকালে নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির , উপজেলা বিএনপির সদস্যসচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
বুলবুল ফারুক
বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক (৫৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। গতকাল শনিবার বেলা ১১টায় আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার ডহরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার রূহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএরপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, জেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা