২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

সার্ক কার্যকরে বাংলাদেশের আহ্বানে ভারতের অনীহা

-

মাস্কাটে বৈঠকের সময় বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে সার্ককে কার্যকরে উদ্যোগ নেয়ার কথা বলা হয়। তবে ভারত বিষয়টি নিয়ে আগ্রহী নয়, বরং বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে না দেখে এমন পাল্টা বক্তব্য দিয়েছে।
গতকাল নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দক্ষিণ এশিয়ার সব রাষ্ট্রই অবগত আছে ঠিক কী কারণে বা কোন দেশ সার্ককে বাধাগ্রস্ত করছে।
বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণ না করে সে বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানান এস জয়শঙ্কর। তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, এটা গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক না করে তোলে।
সংবাদ সম্মেলনে জয়সওয়াল জানান, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এরই মধ্যে এস জয়শঙ্করও বৈঠকের বিষয়ে অবহিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
ট্রাম্পের অনুষ্ঠানে প্রবেশে বাধা দেয়ায় হোয়াইট হাউসের বিরুদ্ধে এপির মামলা মেলায় সাংবাদিক মাইদুর রহমান রুবেলের ৩ বই ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি

সকল