২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি সাদ গ্রেফতার

-

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি আদনান খান সাদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দাউদ হোসেন বলেন, খিলগাঁও থানার একটি মামলায় আদনান খান সাদকে গ্রেফতার করা হয়। খিলগাঁওয়ের বাসিন্দা মো: হিরার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ১৬ ফেব্রুয়ারি খিলগাঁও থানায় ওই মামলাটি রেকর্ড হয়। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই মামলার বাদিকে গুরুত্বর রক্তাক্ত, জখম, চুরি, চাঁদা দাবি, চাঁদা গ্রহণসহ হুকুম দেয়ার অপরাধে গ্রেফতার সাদসহ আরো ১৬৩ জনকে আসামি করে এবং আওয়ামী নেতৃত্বধীন ১৪ দলীয় জোটসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী ও সশস্ত্র ক্যাডার বাহিনীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়।
এর আগে, গত সোমবার রাত ২টার দিকে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে এই মামলার আরেক আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহানকে গ্রেফতার করা হয়।


আরো সংবাদ



premium cement