২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ট্রলারসহ বাংলাদেশী ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

-

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি বাংলাদেশী ১৯ জেলেকে ৪টি ট্রলারসহ ধরে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর ও নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নেয়া হয়।
আরাকান আর্মির হাতে আটক জেলেরা হলেন, টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার, মো: কালা মিয়া (৩৭), মো: নুরুল আলম (৩৯), আব্দুল রহমান (১৯), মো: আ: কালাম আহমেদ (২৯), মো: লাইল্যা (১১), মো: কবির আহমেদ (৪৩), মোহাম্মদ ইউনুছ (২৩), নুরুল ইসলাম (৩৪), মো: লুতফর রহমান (২৩), রহিম উল্লাহ (২১)। বাকি ৯ জেলের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম মেম্বার গণমাধ্যমকে বলেন, মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের ১০ জেলেকে নাফনদীর ঘোলারচর এলাকা থেকে আরাকান আর্মি ট্রলারসহ আটক করে নিয়ে গেছে। তবে নির্দিষ্টভাবে জানা যায়নি কোন সীমান্তের অংশ থেকে জেলেদের ধরে নিয়ে গেল।
টেকনাফ কায়ুকখালীর জেলে নুর মোহাম্মদ জানান, গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার কাইয়ুখখালী ঘাটের ২টি বোটের বাঙালি, রোহিঙ্গাসহ ৯ জনকে নাইক্ষ্যংদিয়া থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এর আগে ৪ বাংলাদেশী ও ৬ রোহিঙ্গা জেলেকে ট্রলারসহ আরাকান আর্মি ধরে নিয়ে যায়। এ ঘটনার ১০ দিন পার হলেও এখনো ছাড়া পাননি তারা।


আরো সংবাদ



premium cement