খুনিরা বিএনপির সাথে মিশে পিঠ বাঁচানোর চেষ্টা করছে : রিতা
- সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৪
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এ দেশকে কলুষিত করেছিল। খুনিরা আজ বিএনপির সাথে মিশে পিঠ বাঁচানোর চেষ্টা করছে।
তিনি গতকাল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ধানকোড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রিতা বলেন, কোনো নতুন দল গঠন করেও বিএনপিকে পিছনে ফেলা সম্ভব না। নিরপেক্ষ নির্বাচন হলে নতুন দলসহ সব দল মিলেও বিএনপিকে হারানো সম্ভব না। কারণ বিএনপি সাংগঠনিকভাবে খুব শক্তিশালী ও জনপ্রিয় দল। কোনো অনুপ্রবেশ চলবে না। অন্য দল থেকে নতুন কোনো সদস্য বিএনপিতে ঠায় দেয়া হবে না। আওয়ামী লীগকে পশ্রয় দেয়া যাবে না। কারণ তারা সুযোগ পেলে আবার জাতির ওপর আক্রমণ করবে। তাই আপনাদের আরো সতর্ক থাকতে হবে।
ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক মো: আবুল বাশার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি আ ফ ম নূরতাজ আলম বাহার, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ।