২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে : হাসনাত আবদুল্লাহ

-

কুমিল্লার ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ উদ্বোধন অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। তোমাদের স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্নে তোমাকে ঘুমাতে দিবে না। ‘আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের একটি বিষয় হলো, অনেক শিক্ষার্থী এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়, আর মেয়ে শিক্ষার্থীকে বিয়ে দিয়ে দেয়, এটি খুবই দুঃখজনক। আমি বলব স্বপ্নটাকে বড় করে দেখ, ওই স্বপ্নে পৌঁছে দেয়া পর্যন্ত আমরা তোমাদের সহযোগিতা করব।
গতকাল কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তিন দিনব্যাপী আয়োজিত ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন।
ফেস্টে আরো বক্তব্য দেন, ফ্রিল্যান্স ইনভেস্টগেটিভ সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপা। উদ্বোধনী বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান। এ সময় আরো উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবিদ্বার সার্কেল মো: শাহীন, দেবিদ্বার থানার ওসি সামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস।

 


আরো সংবাদ



premium cement