সিএনজি অটোরিকশা ঐক্য পরিষদের ১৩ দফা বাস্তবায়নের দাবি
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৪
সিএনজি ঐক্য পরিষদ তাদের ১৩ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে। এক বিবৃতিতে ঐক্য পরিষদের নেতারা বলেছেন, দাবিগুলো হলো ঢাকায় চালকদের নামে পাঁচ হাজার এবং নতুন ১৫ হাজারসহ মোট ২০ হাজার, চট্টগ্রামে আগের বরাদ্দকৃত চার হাজার এবং আরো নতুন ১০ হাজারসহ মোট ১৪ হাজার, ‘ঢাকা-থ’ চালকদের নামে বিআরটিএ দেয়া তালিকা অনুযায়ী দুই থেকে তিন হাজার সিএনজি অটোরিকশা ঢাকা মহানগরীতে চলাচলে ব্যবস্থা গ্রহণ। মালিকের জমা ৯০০ টাকার স্থলে ৮০০ টাকা নির্ধারণ। জমা বৃদ্ধির ষড়যন্ত্র বন্ধ করা। সড়ক পরিবহন আইন ২০১৮ হতে শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা বাতিল/সংশোধন, বিগত সরকারের দোসরদের বিআরটিএর সব কমিটি হতে বাতিলসহ ঐক্য পরিষদের পেশকৃত ১৩ দফা আলাপ-আলোচনার মাধ্যমে মেনে নেয়া।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো: রুহুল আমিন মুন্সী, সভা পরিচালনা করেন সদস্যসচিব মো: আব্দুল জাব্বার মিয়া, বক্তব্য রাখেন উপদেষ্টা এমএম ফয়েজ আহমেদ, সমন্বয়ক এসএসপি, যগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল, শাহ আলম, জুয়েল মালতিয়া, নূর মোরশেদ, মনির হোসেন, খোরশেদ আলম, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম ও ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে শ্রমিকরা স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা আগামী ২৭ ফেব্রুয়ারি বিআরটিএ ঘেরাও, ২৩ মার্চ ২০২৫ ঈদে উৎসব বোনাসের দাবিতে জাতীয় প্রেস ক্লাব শ্রমিক সমাবেশ ও ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচিসহ ১৫ এপ্রিল ২০২৫ ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২৪ ঘণ্টা সিএনজি অটোরিকশার ধর্মঘট কর্মসূচি পালনের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।