ক্ষমতা-আধিপত্য বিস্তারের অসুস্থ প্রতিযোগিতায় পতিত ফ্যাসিবাদীরা লাভবান হবে : খেলাফত মজলিস
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৩
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নেতারা বলেছেন, ক্ষমতা ও আধিপত্য বিস্তারের অসুস্থ প্রতিযোগিতা ৫ আগষ্ট গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কাম্য নয়। এখন শিক্ষাঙ্গন থেকে শুরু করে সভা-সমাবেশস্থলে বাকযুদ্ধের পাশাপাশি পেশিশক্তির মহড়া দৃশ্যমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় অ্যাক্টিভিস্টদের উসকানি চলমান। ফ্যাসিস্টদের পুরনো বয়ান দিয়ে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি পরস্পরকে ঘায়েলের অপচেষ্টা চালাচ্ছে। এসব অপরাজনীতিকে নতুন বাংলাদেশে প্রশ্রয় দিলে পতিত ফ্যাসিবাদীরা লাভবান হবে। আন্তঃদলীয় সংলাপের মধ্য দিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো না করলে দেশের ঐক্য ও সংহতি বিনষ্ট হবে।
গতকাল সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ আবু সালেহীন, সমাজকল্যাণ ও শিল্পবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুববিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আমির আলী হাওলাদার, অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।