জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি উদযাপনে র্যালি অনুষ্ঠিত
- ঢাবি প্রতিনিধি
- ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয় স্বীকৃতি উদযাপনে নজরুল র্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। র্যালি শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে নজরুলের কর্মকে আরো ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি শুরুর প্রাক্কালে এই আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের হৃদয়ের মধ্যে থাকা একজন কবি। জুলাই অভ্যুত্থানে দেখবেন, নজরুলের কবিতা ব্যবহৃত হয়েছে, যা আমাদের অনুপ্রেরণা জাগিয়েছে। যদিও কবি কাজী নজরুলের সাংবিধানিক স্বীকৃতি না থাকলেও আমাদের মনে তিনি জাতীয় কবি হিসেবে স্থান দখল করেছিলেন, এখন শুধু এক আনুষ্ঠানিকতা তৈরি হলো। নজরুল ইনস্টিটিউট নজরুল র্যালি বের করায় তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা