উচ্চ শিক্ষায় বাজেটের ৪ শতাংশ বরাদ্দের দাবি ইউজিসির
- নিজস্ব প্রতিবেদক
- ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪
২০২৫-২৬ অর্থবছরে দেশের জাতীয় বাজেটের কমপক্ষে চার শতাংশ উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল কমিশনে ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক বিজ্ঞান উপশাখায় গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন কর্মশালায় এই দাবি জানানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান উচ্চ শিক্ষা খাতে ২০২৬ অর্থবছরে দেশের জাতীয় বাজেটের কমপক্ষে চার শতাংশ দাবি জানান।
তানজীমউদ্দিন খান বলেন, মানব নিরাপত্তার জন্য সরকারের উচিত শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। উচ্চ শিক্ষা খাতে বাজেটের চার শতাংশ বরাদ্দ নিশ্চিত করা দরকার। আর এটি সম্ভব হলে গবেষণা খাতে প্রত্যাশিত বাজেট বাড়ানো যাবে বলে মনে করেন ইউজিসির এই সদস্য। অনুষ্ঠানে প্রফেসর তানজীমউদ্দিন খান আরো বলেন, শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ইউজিসিকে প্রকৃত গবেষকদের মূল্যায়ন করতে হবে। দলীয় যোগ্যতার চেয়ে অ্যাকাডেমিক যোগ্যতাকে প্রাধান্য দেয়া দরকার। এ ছাড়া সমাজের জন্য কল্যাণকর প্রভাব তৈরি করতে পারে এমন গবেষণা প্রকল্প নির্বাচন করতে হবে।
কর্মশালায় সভাপ্রধানের বক্তব্যে কমিশনের আরেক সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, বর্তমান রাষ্ট্র পরিচালনায় তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষক রয়েছেন। শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বাড়ানো ও জাতির প্রত্যাশা পূরণে তারা সদয় হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ড. মাছুমা হাবিব বলেন, বর্তমানে এখাতে জাতীয় বাজেটের এক শতাংশের কম বরাদ্দ দেয়া হয়।
কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, উপউপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গীতি আরা নাসরীন, প্রফেসর ড. নাসরিন সুলতানা, প্রফেসর ড. মো: আবদুস সালাম, প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম, প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, প্রফেসর ড. সামিনা লুৎফা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহাম্মদ ফরিদুল আলম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা