বক্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ গোলাম সরওয়ারের
- নিজস্ব প্রতিবেদক
- ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৩
হাব নির্বাচনে ‘হাব ঐক্য কল্যাণ পরিষদ’-এর প্যানেল প্রধান ও হাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সম্প্রতি একটি সভায় দেয়া বক্তব্য বিভিন্ন মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। গতকাল এক বিবৃতিতে গোলাম সরওয়ার বলেন, প্রকৃতপক্ষে আমি বলতে চেয়েছি যে, কোনো ব্যবসায় যে পরিমাণ পার্সেন্টেজ লাভ করা হয় সে তুলনায় আমাদের হজ এজেন্সি মালিকদের সার্ভিস চার্জ খুবই কম। ইনশা আল্লাহ আমরা হাবে নির্বাচিত হলে এজেন্সির স্বার্থে হজ প্যাকেজের সার্ভিস চার্জ ৫%-এ উন্নীত করার জন্য সরকারের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। এ জন্য হাব সদস্যদেরকে এ বিষয়ে কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করেন তিনি।
সৈয়দ গোলাম সরওয়ার নয়া দিগন্তকে বলেন, বর্তমানে হজ ব্যবস্থাপনার যে অবস্থা তাতে এজেন্সি মালিকরা অনেক পরিশ্রম করলেও মূলত মধ্যস্বত্বভোগীরা লাভ নিয়ে যায়। আর অনেক বিনিয়োগ করে ব্যবসা করলেও ক্ষতিগ্রস্ত হন এজেন্সি মালিকরা। এ জন্য মধ্যস্বত্বভোগী ঠেকাতে আমি এজেন্সির স্বার্থে তিন লাখ টাকার ৫ শতাংশ সরকারিভাবেই এজেন্সি মালিকদের জন্য বরাদ্দের কথা বলেছি। এ টাকা আমি হাবের জন্য নেয়ার কথা বলিনি। তা ছাড়া এতে হজযাত্রীদের কোনো ক্ষতি হবে না; বরং ভালো হজ ব্যবস্থাপনা হলে তারা আরো ভালো ও সুশৃঙ্খল সেবা পাবেন। কিন্তু ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বক্তব্যের খণ্ডিত ভিডিও প্রচার করে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা