রুশ-মার্কিন বৈঠকে ইউক্রেন যুদ্ধ অবসানে ইতিবাচক আলোচনা
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১
ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চার ঘণ্টার ম্যারাথন বৈঠক করেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত এই বৈঠক অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। গতকাল মঙ্গলবার রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিবিসি ও রয়টার্স।
এতে অংশ নিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন ও ইউরোপের কেউ ছিলেন না। বিবিসির প্রতিনিধি টম ব্যাটম্যান জানিয়েছেন, মিটিংয়ের শুরুতে উভয় দল নিশ্চুপ বসে ছিলেন। তখন তিনি রুবিওকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে বঞ্চিত করছে কি না। তখন রুবিও কোনো উত্তর দেননি। আলজাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলোচনার স্বার্থে দল গঠন করতে সম্মত হয়েছেন তারা। উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা করবে। তিনি আরো বলেন, ওয়াশিংটন ও মস্কো দূতাবাসের কর্মী পুনর্বহালেও সম্মত হয়েছে। এ বৈঠকে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার ব্যাপারে আপত্তি তুলেছে রাশিয়া। আরটির খবর বলছে, সরাসরি জেলেনস্কির সাথে আলাপ করতে প্রস্তুত পুতিন। আর জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না তারা।
বৈঠকের পর রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ রুশ রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ওয়ানকে বলেছেন, ‘অত্যন্ত ইতিবাচক, গঠনমূলক সংলাপ শুরু হয়েছে। রাশিয়ার অবস্থান কখনো শোনার চেষ্টা না করা জো বাইডেনের প্রশাসনের মতো নয়। বরং সংলাপ শুরু করার, রাশিয়ার অবস্থান বোঝা ও আমরা যেসব বিষয়ে ঐকমত্য পোষণ করি, সেসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য অত্যন্ত পরিষ্কার প্রচেষ্টা ছিল এই বৈঠক।’
তিনি বলেছেন, এমন অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে আমরা একমত...আমরা পরস্পরকে আরও ভালোভাবে জানতে পারি... আমরা একে অপরকে এখন আরো ভালোভাবে বুঝতে পারি। বৈঠকে অংশ নেয়া রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ইয়োরি উশাকভ বৈঠকের বিষয়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘খারাপ নয়, খারাপ নয়...। রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র আরো ঘনিষ্ঠ হচ্ছে কি না তা বলা কঠিন। তবে আমরা এটিই আলোচনা করেছি...। আমরা যেসব বিষয়ে নিয়ে আলোচনায় তুলতে চেয়েছিলাম, সেসব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’
রুশ এই কর্মকর্তা বলেন, মস্কো এবং ওয়াশিংটন উভয়ই আগ্রহী হওয়ায় আমরা পরস্পরের স্বার্থের বিষয় বিবেচনা ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে রাজি হয়েছি। তবে ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বিষয়ে উভয় দেশের পৃথক দল যথাসময়ে যোগাযোগ করবে বলেও জানিয়েছেন তিনি। যুদ্ধ অবসানের বিষয়ে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহে টেলিফোনে আলোচনার পর রিয়াদে ওই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা