জুলাই আন্দোলনে আহতদের স্মার্ট কার্ড দিলো ইসি
- বিশেষ সংবাদদাতা
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১
জুলাই আন্দোলনে আহতদের মধ্যে বিএসএমএমইউতে চিকিৎসাধীনদের নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে স্মার্ট কার্ড দেয়া হয়েছে। এই নিয়ে মোট ১৭৪ জনকে স্মার্ট কার্ড দিলো নির্বাচন কমিশন।
রাজধানীর বিএসএমএমইউর কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন আহত ছাত্র-জনতার হাতে স্মার্ট কার্ড তুলে দেন নির্বাচন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএসএম হুমায়ুন কবীর। এসময় বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে জুলাই-২০২৪ বিপ্লবে আহত মোট ১৭৪ জনকে স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিএসএমএমইউতে ৫০ জন, জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে ৪৩ জন, ঢাকা মেডিক্যালে ১৩ জন, নিটোরে ৬৭ জন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১ জন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা