২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

-

রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তারা হলেন- আব্দুর রহমান রাব্বি (২৫) ও কারিমা আক্তার মিম (২০)। গত সোমবার রাতে উত্তরা পূর্ব বিএনএস সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে নিয়ে আসা রাব্বির বন্ধু মুনতাসির মাহমুদ মানিক ও তার স্ত্রী তানজিলা জানান, গুরুতর আহত অবস্থায় দু’জনকে রাত পৌনে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে রাব্বিকে প্রাথমিক চিকিৎসার পর নেয়া হয় পঙ্গু হাসপাতালে। পুনরায় গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তানজিলা আরো বলেন, তার স্বামী মুনতাসির মাহমুদ মানিকের জন্মদিন ছিল সোমবার। সেখানে রাব্বি ও মিম বেড়াতে এসেছিল। জন্মদিন পালন শেষে বাহিরে গিয়ে কোনো রেস্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্যে তারা মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল। কিছুক্ষণ পর তারা রাব্বিদের মোটরসাইকেলের লোকেশন হারিয়ে ফেলেন। পরে পুলিশের মাধ্যমে খবর পান বিএনএস ভবনের সামনে রাব্বি ও মিম মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
নিহত রাব্বির গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। বর্তমানে টঙ্গী কলেজ গেট এলাকায় থাকতেন। তার বাবার নাম আব্দুর রউফ।


আরো সংবাদ



premium cement