র্যাব নতুন করে গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দরকার হলে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নতুন করে গঠন করা হবে। গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব নিয়ে আলোচনা হয়েছে। এটার ব্যাপারে আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি, একটা আইডিয়া দেয়া হয়েছে একটা নামের এবং আগামী সভায় এটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে।
র্যাবের নাম পরিবর্তন হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, আগামী সভায় এটা নিয়ে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্তটা আসলে কী, র্যাবকে নতুন করে গঠন করা কি না- এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দরকার হলে এটা নতুন করে গঠন করা হবে।
বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক কার্যারলয়ের (ওএইচসিএইচআর) অনুসন্ধানী দল। গত ১২ ফেব্রুয়ারি জেনেভায় এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন জাতিসঙ্ঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক ও অন্যরা। ওই প্রতিবেদনে র্যাব বিলুপ্ত, ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।
যতদিন ডেভিলরা থাকবে ততদিন ডেভিল হান্ট চলবে : অপর দিকে যতদিন ‘ডেভিলরা’ থাকবে, ততদিন ‘ডেভিল হান্ট অপারেশন’ চলবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এই অভিযান চালানো হচ্ছে। গতকাল জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেশ থেকে দুর্নীতি কমাতে হবে, এটা না পারলে কোনো উন্নতি হবে না। আমাদের বড় সমস্যা হলো দুর্নীতি। সব লেভেল থেকে তা কমিয়ে আনতে হবে। এ জন্য সবার (ডিসি) সহযোগিতা চেয়েছি।
বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আরো উন্নতি আশা করি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কৃষিক্ষেত্রে কিভাবে আরো উন্নতি করা যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে।
সম্মেলনে জেলা প্রশাসকরা সীমান্তে বিজিবি এবং নৌ পুলিশ বাড়ানোর কথা বলেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানোর প্রস্তাব এসেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা