২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা মারা গেছেন

-

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহীর সাংবাদিক মাসুমা ইসলাম মারা গেছেন। এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুরে। গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুরবাড়ি স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন মাসুমা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের উল্টো দিকে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে সিএনজিচালক, মাসুমা আক্তার ও তার স্বামী আহত হন। এরপর সেখান থেকে প্রথমে মাসুমাকে কুমিল্লা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ দিকে মাসুমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা। তারা শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।


আরো সংবাদ



premium cement