২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

২-১টি রাজনৈতিক দল এখন খুবই উৎফুল্ল : প্রিন্স

-

বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বলেন দুই-একটি রাজনৈতিক দল এখন খুবই উৎফুল্ল। তারা জনগণের আশা-আকাক্সক্ষাকে পাশ কাটিয়ে অন্য উদ্দেশ্যে কথা বলছে। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে যে ভুল করেছেন, এবার ভুল করলে জনগণ ক্ষমা করবে না। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, কারো কথায় কান না দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সঠিকভাবে দায়িত্ব পালন করুন। চাঁদাবাজ, সন্ত্রাসী যে দলেরই হোক, আপনারা তাদের আইনের আওতায় আনুন। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই সমাবেশের আয়োজন করা হয়।
শহরের শেরেবাংলা সড়কের এ সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।


আরো সংবাদ



premium cement