২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ ফাল্গুন ১৪৩১, ২০ শাবান ১৪৪৬
`

শীর্ষে পোক্ত লিভারপুল

-

আগের দিন দারুণ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের সাথে ব্যবধান কমিয়ে এনেছিল আর্সেনাল। অন্যদিকে এভার্টনের বিপক্ষে ড্র করে পয়েন্ট হারানো অল রেডদের ওপর চাপ ছিল ব্যবধান বাড়ানোর। ঘরের মাঠ অ্যান ফিল্ডে গতকাল পয়েন্ট তালিকার তলানির দল উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে সেই চাপ থেকে রেহাই মিলল আর্নে স্লটের দলের। এই জয়ে ২৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬০। দুইয়ে থাকা আর্সেনাল সমান ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। আর ১৯ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় উলভারহ্যাম্পটন।
নিজেদের মাঠে প্রতিপক্ষের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে লিভারপুলকে। গোলমুখে শট নেয়ায় স্বাগতিক দল থেকেও এগিয়ে ছিল উলভারহ্যাম্পটন। তবে ১৫ মিনিটে লুইস দিয়াজের গোলে শুরুতে এগিয়ে যায় লিভারপুলই। এরপর ৩৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। বিরতির পর সফরকারী দলের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যাথিউস কুনহা।


আরো সংবাদ



premium cement