২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ ফাল্গুন ১৪৩১, ২০ শাবান ১৪৪৬
`

সমতায় ফিরল আইরিশরা

-

ব্রায়ান ব্রেনেটের রেকর্ড গড়া ইনিংসের প্রথম ওয়ানডে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হার দেখল জিম্বাবুয়ে। হারারাতে গতকাল স্বাগতিকদের সাত উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই জয়ে সমতায় ফিরল আইরিশরা। তাতে আগামীকাল সিরিজের শেষ ম্যাচটি রূপ নিলো অলিখিত ফাইনালে। ৯৪ বলে ৬৩ রানের সাথে পাঁচ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেয়া কার্টিস ক্যাম্ফার হন ম্যাচসেরা।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে ২৪৫ রান করে জিম্বাবুয়ে। ফিফটি করেন ওয়েসলি মাদেভেরি (৬১) ও সিকান্দার রাজা (৫৮)। ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন মার্ক এডায়ার। রান তাড়ায় ২৭ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং ও ক্যাম্ফারের ১৪৪ রানের জুটিই জয়ের ভিত গড়ে দেয় সফরকারী দলের। ১০২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক স্টার্লিং। এই জুটি ভাঙার পর দ্রুত আরো দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে এরপর আর কোনো উইকেট না হারিয়ে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্টার্লিংরা।


আরো সংবাদ



premium cement