২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ ফাল্গুন ১৪৩১, ২০ শাবান ১৪৪৬
`

বাংলাদেশের ৩৫৩ কোটি টাকার বরাদ্দ বাতিল করেছে যুক্তরাষ্ট্র

-

বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে দুই কোটি ৯০ লাখ ডলার বা ৩৫৩ কোটি টাকার বরাদ্দ বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সরকারি অর্থের অপচয়রোধ এবং ফেডারেল অর্থের কৃচ্ছ্রতাসাধনে যুক্তরাষ্ট্রের নতুন ট্রাম্প প্রশাসনের আদেশে গঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির (ডোজ) নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বরাদ্দ বাতিলের তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মালদোভাসহ আরো কয়েকটি দেশ রয়েছে।
গতকাল ডোজের এক টুইট (এক্স) বার্তায় বরাদ্দ বাতিলকৃত দেশ ও প্রকল্পগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাতিল হওয়া প্রকল্পগুলো আন্তর্জাতিক সহায়তা ও অভ্যন্তরীণ উদ্যোগ সংক্রান্ত, যা অত্যাবশ্যকীয় নয় এবং নতুন প্রশাসনের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে প্রধান করে ডোজ গঠিত হয়েছে। তিনি মহাকাশ যান পাঠানো স্পেসএক্স, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সসহ বিশ্বসেরা বেশ কিছু কোম্পানির কর্ণধার। বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর ব্যাপারে সম্প্রতি ইলন মাস্কের সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আলোচনায় ড. ইউনুস বলেছেন, স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণফোনের একটি সম্প্রসারণ, যা গ্রামের নারী ও যুবকদের বিশ্বের সাথে সংযুক্ত করার পথপ্রদর্শক হতে পারে।
ডোজের কোপানলে পড়ে দক্ষিণ এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল। দেশটির ফিসক্যাল ফেডারেলিজম প্রকল্পের দুই কোটি ডলার এবং জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের এক কোটি ৯০ লাখ ডলারের বরাদ্দ বাতিল করা হয়েছে। এ ছাড়া ভারতের নির্বাচনে ভোট উপস্থিতি বাড়ানোর জন্য দুই কোটি ১০ লাখ ডলারের একটি প্রকল্প বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
ক্ষমতা গ্রহণের প্রথম দিনই গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যকারিতা ও বৈদেশিক নীতির সাথে সামঞ্জস্যতা যাচাই করতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করেছিলেন। নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। তবে জরুরি খাদ্যসহায়তা এবং ইসরাইল ও মিসরের জন্য সামরিক অর্থায়নকে এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড। গত ২৫ জানুয়ারি এক চিঠিতে ইউএসএইডের সহায়তায় কার্যক্রম পরিচালনা করা দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানিয়েছেন সংস্থার পরিচালক ব্রায়ান অ্যারন। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। ইউএসএআইডির সহায়তায় পরিচালিত প্রতিষ্ঠানটি প্রকল্প বন্ধ হওয়ার বিপুলসংখ্যক কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তটি প্রযোজ্য না হওয়ার আশ্বাস দেয়া হলেও এর নেতিবাচক প্রভাব ক্যাম্পগুলোতে পড়েছে। ড. ইউনূস বিষয়টি সম্পর্কে ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আরো সংবাদ



premium cement