শেষ হলো বিশ্ব ইজতেমা
- গাজীপুর প্রতিনিধি
- ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৪
গাজীপুরের টঙ্গীতে বিশ^ ইজতেমার ৫৮তম পর্ব আখেরি মোনাজাতের মাধ্যেমে গতকাল শেষ হয়েছে। দুনিয়া ও আখেরাতের শান্তি লাভের আশায় মহান আল্লাহ তায়ালার দরবারে দুই হাত তুলে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি দ্বিতীয় পর্বের মাওলানা সা’দপন্থীদের এ আখেরি মুনাজাতে অংশ নেন। মোনাজাতে তারা নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজতের জন্য দোয়া করেন। মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কামনা করা হয়। বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি ভারতের মাওলানা সা’দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী গতকাল আখেরি এ মুনাজাত পরিচালনা করেন। তিনি বেলা ১২টা ৩৭ মিনিট থেকে ১টা ৭ মিনিট পর্যন্ত প্রায় ৩০ মিনিট স্থায়ী মুনাজাত পবিত্র কুরআনে বর্ণিত দোয়ার আয়াত এবং উর্দু ভাষায় পরিচালনা করেন। তাৎপর্যপূর্ণ এই আখেরি মুনাজাতে জীবনের সব পাপ-তাপ থেকে মুক্তি, আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়। এ সময় যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে কিংবা বসে দু’হাত তোলেন আল্লাহর দরবারে। মোবাইল ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ একসাথে হাত তোলেন আল্লাহর দরবারে।
আখেরি মুনাজাতে শরিক হতে এ দিন সূর্যোদয়ের পর থেকে ধনী-দরিদ্র যুবক-বৃদ্ধ নির্বিশেষে লাখো মানুষ ইজতেমাস্থলের দিকে আসতে শুরু করেন। সকাল ৯টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেন। ইজতেমাস্থলে পৌঁছতে না পেরে অনেকে কামারপাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। রোববার ভোর থেকেই ফজরের নামাজ ও আখেরি মুনাজাতের জন্য পুরনো খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন শিট বিছিয়ে বসে পড়েন। এ ছাড়াও পাশের বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদে, যানবাহনের ছাদে ও তুরাগ নদীতে নৌকায় মুসল্লিরা অবস্থান নেন। যে দিকেই চোখ যায় সে দিকেই দেখা যায় শুধু টুপি-পাঞ্জাবি পড়া মানুষ। সবাই অপেক্ষায় ছিলেন কখন শুরু হবে সেই কাক্সিক্ষত আখেরি মুনাজাত। আখেরি মুনাজাতের জন্য রোববার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস-আদালতে ছিল ছুটি। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা না করলেও কর্মকর্তাদের মুনাজাতে অংশ নিতে বাধা ছিল না। নানা বয়সী ও পেশার মানুষ এমনকি মহিলারাও ভিড় ঠেলে মুনাজাতে অংশ নিতে সকালেই টঙ্গী এলাকায় পৌঁছেন। আবার অনেকে ইজতেমা ময়দানে আসতে না পেরে মোবাইল ফোনে দূর-দূরান্ত থেকেও মুনাজাতে শরিক হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা