১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১ ফাল্গুন ১৪৩১, ১৪ শাবান ১৪৪৬
`

ডুয়েট এরোস্পেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

-

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘এন ইন্সপায়ারিং জার্নি অব এ সিনিয়র এরোস্পেস ইঞ্জিনিয়ার : ফ্রম ডুয়েটস্ ফাস্ট ব্যাচ টু দ্যা বোয়িং কোম্পানি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সিন্ডিকেট সদস্য ও এমআইএসটি ঢাকা অধ্যাপক এয়ার কমডোর (অব.) ড. মো: হোচ্ছাম-ই-হায়দার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়বের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: মনিরুল কবীর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: আনওয়ারুল আবেদীন। কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের প্রথম ব্যাচের ইইই বিভাগের কৃতী শিক্ষার্থী আমেরিকার বোয়িং কোম্পানিতে কর্মরত সিনিয়র ইঞ্জিনিয়ার খোরশেদ এ খান। সেমিনারটি আয়োজনে সহযোগিতা করে ডুয়েটের ‘আবেদীন রিসার্চ ল্যাব’।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ডুয়েটকে একটি শিক্ষা ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে ইতোমধ্যে রিসার্চ-ফান্ডিং সাপোর্ট, স্কলারশীপ ও কোলাবোরেশন ইত্যাদি বিষয়গুলোসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement