১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`
রাজনৈতিক দল গঠন

ঢাবিতে বৈষম্যবিরোধীদের জনমত জরিপ শুরু

-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি শিক্ষার্থীদের জনমত জরিপ ও মতামত গ্রহণে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ছয়টি বুথে এই ক্যাম্পেইন চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে উপস্থিত থেকে এ মতামত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন। গতকাল সারাদিন এই ক্যাম্পেইন চলমান থাকবে।
জানা গেছে, জরিপে নতুন রাজনৈতিক দলের নাম কী হবে, প্রতীক কী হবে, কী হবে মতুন দলের ম্যান্ডেট ও কর্মসূচি ইত্যাদি বিষয় জানতে চাওয়া হচ্ছে। তাছাড়া দেশ পরিবর্তনে তিনটি পরামর্শও চাওয়া হচ্ছে জরিপে। এরপর সারা দেশে এই জরিপ চালাবে বৈষম্যবিরোধী নেতারা। জরিপ শেষ হলে শিক্ষার্থীদের মতামতের ওপর ভিত্তি করে নতুন রাজনৈতিক দলের সূচনা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।
সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচে ও সেন্ট্রাল লাইব্রেরির সামনে বুথ নিয়ে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে শিক্ষার্থীরা আসছেন এবং নতুন রাজনৈতিক দল গঠনে বিভিন্ন লিখিত পরামর্শ দিচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাংস্কৃতিক সেলের সদস্য সাইফুল্লাহ বলেন, আজকে সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত নিচ্ছি। ছয়টি বুথে এই কাজ পরিচালনা করা হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে আগামীকাল থেকে সারা দেশেই এই জরিপ শুরু হবে। এর আগে গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নতুন রাজনৈতিক দল গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতামত গ্রহণে জরিপ শুরুর ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া আন্দোলন এক সময় দুই সহস্রাধিক প্রাণের বিনিময়ের গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল, যার নেতৃত্বে ছিল বাংলাদেশের বিপ্লবী ছাত্র-তারুণ্য। সেই তরুণরাই গঠন করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আর সেই দল গঠনে আমরা জানতে চাই ছাত্রসমাজের প্রত্যাশা। ছাত্রসমাজের মতামতের প্রতিফলন ঘটিয়েই গঠন করা হবে নতুন রাজনৈতিক দল। সেই লক্ষ্যে আমরা শুরু করেছি ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ নামক ক্যাম্পেইন।
তিনি আরো লেন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মতামত আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই আপনারা মতামত দিন। আপনার মতামতের ভিত্তিতেই গঠিত হবে আপনার আকাক্সক্ষা ধারণকারী নতুন রাজনৈতিক দল।

 


আরো সংবাদ



premium cement
পাকিস্তান সফরে এরদোগান তজুমদ্দিনে গণধোলাইতে ২ গরু চোর নিহত পুঁজিবাজারে লেনদেন চলছে উত্থানের মধ্য দিয়ে ইউএসএডের সহায়তা বন্ধে বিশ্বের ৫০টি দেশ ক্ষতিগ্রস্ত : ডব্লিউএইচও ভারতের আগে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ প্রধান উপদেষ্টার নেতৃত্বে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় খনি কেন্দ্রের কাছে তীব্র ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সাড়ে ৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু গাজায় যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলের হাতে নিহত ১১৮ ফিলিস্তিনি, আহত ৮২২ লিবিয়ায় আটক থাকা ১৪৫ অভিবাসনপ্রত্যাশী ঢাকায় ফিরলেন ব্রিটিশ হাইকমিশনার সাথে মির্জা ফখরুলের বৈঠক

সকল