১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

দুর্বৃত্তদের হামলায় নগদের প্রশাসক আহত

-

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে রাজধানীর বনানী ১২ নম্বর সড়কে তার ওপর হামলা হয়। এতে তিনি আহত হন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার গাড়িও ভাঙচুর করে। এ ছাড়া হামলায় তার গাড়িচালক গুরুতর আহত হন।
জানা গেছে, অভিযান পরিচালনা করে দুদক চলে যাওয়ার পর মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস থেকে বের হয়ে গুলশানে যাচ্ছিলেন। এ সময় তাকে অনুসরণ করে একদল দুর্বৃত্ত। তার ব্যক্তিগত গাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে গাড়ির চালক আহত হন, গাড়িও ভাঙচুর করা হয়। এরপরে বদিউজ্জামান দিদারের ওপর হামলা চালায় দুর্বত্তরা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, নগদের প্রশাসকের ওপর হামলা হয়েছে। তাকে মামলা করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় এটা মোকাবেলা করা হবে।
গত ৩ ফেব্রুয়ারি অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ইলেকট্রনিক মানি (ই-মানি) তৈরির অভিযোগে নগদের সাথে যুক্ত ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এ মামলায় সরকারের ডাক বিভাগের আটজন সাবেক ও বর্তমান মহাপরিচালক (ডিজি), নগদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) আসামি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক সরকার আমির খসরু মতিঝিল থানায় মামলাটি করেন। মামলায় অতিরিক্ত ইলেকট্রনিক মানি বা ই-মানি তৈরি ও নথিপত্র জালিয়াতির মাধ্যমে ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

 


আরো সংবাদ



premium cement
পাকিস্তান সফরে এরদোগান তজুমদ্দিনে গণধোলাইতে ২ গরু চোর নিহত পুঁজিবাজারে লেনদেন চলছে উত্থানের মধ্য দিয়ে ইউএসএডের সহায়তা বন্ধে বিশ্বের ৫০টি দেশ ক্ষতিগ্রস্ত : ডব্লিউএইচও ভারতের আগে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ প্রধান উপদেষ্টার নেতৃত্বে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় খনি কেন্দ্রের কাছে তীব্র ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সাড়ে ৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু গাজায় যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলের হাতে নিহত ১১৮ ফিলিস্তিনি, আহত ৮২২ লিবিয়ায় আটক থাকা ১৪৫ অভিবাসনপ্রত্যাশী ঢাকায় ফিরলেন ব্রিটিশ হাইকমিশনার সাথে মির্জা ফখরুলের বৈঠক

সকল