দুদক চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা
- নিজস্ব প্রতিবেদক
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে রেজোয়ানুল হক নামে এক ব্যক্তি প্রতারণা করছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো: আকতারুল ইসলাম। তিনি জানান, তাকে এর আগে প্রতারণার অভিযোগে আরেকবার গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে আবার প্রতারণা শুরু করেছে।
গতকাল দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, রংপুরের পীরগাছা থানার বাসিন্দা আল আমিনের ছেলে রেজোয়ানুল হকের নেতৃত্বে একটি প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম-পদবি ব্যবহার করে বেআইনি প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন। তিনি প্রতারণামূলক দুদকের মামলার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনগণের কাছ থেকে অর্থ আদায় করছেন। ইদানীং এই চক্রটি বেপরোয়া হয়ে দুদক চেয়ারম্যান এবং কমিশনারদের ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে অসাধু কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দুদকের কর্মকর্তা আরো জানান, প্রতারক রেজোয়ানুল হক তার সহযোগী ইয়াসমিন আক্তার নামে এক নারীর নামে রংপুরের কোতোয়ালি থানার নবাবগঞ্জ বাজারের আজহার প্লাজার ঠিকানায় থাকা ডাচ্-বাংলা ব্যাংকের শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলেন। যার নম্বর-৭০১৭ ৪১৩৩ ৬৭৫২০। ওই অ্যাকাউন্টে বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখিয়ে লাখ লাখ টাকা আদায় করেছেন। যা দুদকের গোয়েন্দা শাখা পরিচালিত অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়াও তার অপর সহযোগী মোছা: জরিনা বেগমের নগদ অ্যাকাউন্ট (০১৮৯৮৬১১৬৭৪) নম্বরেও প্রতারণামূলক অর্থ আদায়ের তথ্য রয়েছে।
তিনি আরো জানান, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষকে হয়রানি করাসহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে। দুর্নীতি দমন কমিশন কারো বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্ত শুরু করলে চিঠির মাধ্যমে ওই ব্যক্তিকে জানানো হয়। টেলিফোনে কারো সাথে যোগাযোগ করা হয় না। চিঠিটি ভুয়া কি না সেটাও নিশ্চিত হওয়ার জন্য দুদকের প্রধান কার্যালয় অথবা নিকটস্থ বিভাগীয় ও জেলা কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করেছে দুদক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা