চুয়াডাঙ্গায় বিএসএফ ও বিজিবি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তের বিপরীতে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। গতকাল এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় বিজিবি প্রতিনিধিদল দর্শনা আইসিপি দিয়ে ভারতের কৃষ্ণনগর বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে পৌঁছেন। সেখানে দুপুর ১২টা থেকে বেলা ২টা ৪৫ মিনিট পর্যন্ত চলে বৈঠক। এরপর সন্ধ্যায় ১১ সদস্যের বিজিবি প্রতিনিধিদল বাংলাদেশে ফিরে আসে।
বৈঠকে বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী সঞ্জয় কুমার এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।
পরে সন্ধ্যায় কর্নেল মারুফুল আবেদীন গণমাধ্যমকর্মীদের এক ব্রিফিংয়ে বলেন, বৈঠক অনেক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল। আমাদের পক্ষ থেকে সীমান্তে হতাহতের ঘটনা শূন্যের কোঠায় নামানোর একটা দাবি ছিল। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা দাবি করি। এসব আবেদন তারা সবই মেনে নিয়েছে। শূন্যরেখার খুব কাছাকাছি স্থানে আমাদের একটা রাস্তা সংস্কারে তাদের কাছে দাবি জানিয়েছি। ইতোমধ্যেই তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। দুই দেশের সম্মতি সাপেক্ষে খুব দ্রুতই আমরা সংস্কার কাজ শুরু করব।
এ ছাড়া ওই বৈঠকে দুই দেশের সীমান্তের চলমান সমস্যা, সীমান্ত হত্যা, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
বৈঠকটি দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা