কুড়িগ্রামের সীমান্ত রেখা থেকে সিসি ক্যামেরা খুলে নিতে সম্মত বিএসএফ
- কুড়িগ্রাম প্রতিনিধি
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্য রেখায় অবস্থিত ঝাকুয়াটারি মসজিদের পাশে গাছে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানিয়েছে বিএসএফ। মঙ্গলবার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় দেড় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে এই সম্মতি জানায় বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাহমুদুল হাসান। বৈঠকে বিজিবি’র পক্ষে তিনি এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন। এরপর একই স্থানে বিজিবি’র দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ীর আয়োজনে জন সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বিএসএফ অতি গোপনে বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ এস সাব পিলারের কাছে একটি মসজিদের পাশে ভারতের নো-ম্যানস ল্যান্ডে গাছের ওপর সিসি ক্যামেরাটি লাগায়। দেশ ভাগের আগে স্থাপন করা মসজিদটি দু’দেশের শূন্য রেখায় পড়ে। এই মসজিদে বাংলাদেশ-ভারত দু’দেশের নাগরিকরাই তখন থেকে নামাজ পড়ে আসছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা