১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

বৈদেশিক বিনিয়োগ ও সুরক্ষা অধ্যাদেশ চূড়ান্ত হচ্ছে

-

বাংলাদেশে বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি ও বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার বৈদেশিক বিনিয়োগ ও সুরক্ষা অধ্যাদেশ চূড়ান্ত করছে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে এলে এ ব্যাপারে আলোচনা হয়। এতে বাংলাদেশ ও কানাডার মধ্যে অংশীদারিত্ব জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কারিগরি সহায়তা, কৃষি ও দুই দেশের মানুষের মধ্যে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। জোরপূর্বক বাস্তুচ্যুত এসব মানুষের মিয়ানমারে ফিরে যাওয়া উচিত।
আহমেদ হুসেন মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষেত্রে ইস্যুটি নিয়ে বাংলাদেশকে সমর্থন দেয়ার জন্য কানাডাকে ধন্যবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা। চলতি বছরের মাঝামাঝি বাংলাদেশের উদ্যোগে রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে কানাডার সহযোগিতার চান উপদেষ্টা।
কানাডার মন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত এবং সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার এবং অভিন্ন অগ্রাধিকার ইস্যুগুলোকে একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে।


আরো সংবাদ



premium cement
গুয়াতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৫১ নাটোরে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী আটক অভ্রর মেহদীর সাথে যেভাবে আইনি দ্বন্দ্বে জড়িয়েছিলেন বিজয়ের জব্বার জাতিসঙ্ঘের সহকারী মহাসচিব আজ আসছেন বৈদেশিক বিনিয়োগ ও সুরক্ষা অধ্যাদেশ চূড়ান্ত হচ্ছে সাবেক মন্ত্রী দিপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে ২ মামলা দুদকের বাংলাদেশ ব্যাংকের তদন্তের দায়িত্ব থেকে দুদক পরিচালককে প্রত্যাহার সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা পুলিশ সদর দফতর ওমানের মাস্কাটে বৈঠকে বসবেন তৌহিদ : জয়শঙ্কর সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার সাবেক এমপি আব্দুল মজিদ খান গ্রেফতার

সকল