১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

ওমানের মাস্কাটে বৈঠকে বসবেন তৌহিদ : জয়শঙ্কর

-

আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠক হওয়ার কথা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, এ বৈঠকটির আলোচ্যসূচি নিয়ে দুটি দেশের মধ্যে আলোচনা চলছে। যদি জয়শঙ্কর এবং তৌহিদ হোসেনের মধ্যে আলোচনা হয়, তাহলে ৫ আগস্ট, পতিত শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর এটি হবে তাদের মধ্যে দ্বিতীয় বৈঠক।
গত বছরের সেপ্টেম্বরে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে তাদের প্রথম বৈঠক হয়েছিল।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাইদি এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণের সাথে ইন্ডিয়া ফাউন্ডেশন এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনের সহ-সভাপতিত্ব করবেন জয়শঙ্কর।
ভারত ও বাংলাদেশের মধ্যে শেষ কূটনৈতিক বৈঠক হয়েছিল গত বছরের ডিসেম্বর যখন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি ঢাকা সফর করেছিলেন। সে সময় মিস্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো: জসিম উদ্দিন, দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ অন্যান্যের সাথে দেখা করে।
ধানমণ্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর নিয়ে ভারত ও বাংলাদেশ উভয়ই একে অপরের রাষ্ট্রদূতদের তলব করে। বাংলাদেশ ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানায়, নয়াদিল্লিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত রাখার আহ্বান জানায় ঢাকা।
৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের পর ক্ষমতাচ্যুত হাসিনা ভারত পালিয়ে যান। নয়াদিল্লি এখনো বাংলাদেশ সরকারের হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে সাড়া দেয়নি।

 


আরো সংবাদ



premium cement