১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`
আরএফইডির অনুষ্ঠানে সিইসি

ইসির ওপর রাজনীতিবিদদের প্রভাব বিস্তার বন্ধ করতে হবে

-

নির্বাচন কমিশনের ওপর রাজনীতিবিদদের প্রভাব বিস্তার বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, রাজনীতিবিদদের ‘ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন’ যদি বন্ধ করা না যায়, আবার সেই পুরনো নির্বাচনের মতো বিষয়গুলো রিপিট হবে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের লবিতে ইসি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্র্যাসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরএফইডির সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে রেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেয়া হয় তিনজনকে। এ সময় অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, আমরা কমিশনে যারা আছি আমরা কেউ রাজনীতিতে ঢুকতে চাই না। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। তিনি বলেন, ইলেকশন কমিশনকে এত বদনাম এত গালি দেয় এটা কেন হলো। এর ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলোÑ পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন। এটি আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেয়া এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ।

নাসির উদ্দিন বলেন, সব জায়গায় মতদ্বৈধ থাকবে। ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্নমত থাকবেইÑ এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকে মানতে পারে না। তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নেবো কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেবো। তিনি বলেন, তালে তাল মেলানোর সংস্কৃতি থেকে বের হতে হবে। সবাই তালিয়া বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। তালিয়া বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। একজন একটা কথা বলল, আর আমি তালি বাজাতে থাকলামÑ এটা যাতে না হয়।
এ দিকে নির্বাচন কমিশন বিট রিপোর্টিংয়ে বিশেষ প্রতিবেদনের জন্য তিন সাংবাদিককে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার দেয়া হয়। পুরস্কার প্রাপ্তরা হলেনÑ প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক ইত্তেফাকের সাইদুর রহমান, টিভি মিডিয়া ক্যাটাগরিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিশনের মাহমুদুল হাসান পারভেজ এবং অনলাইন ক্যাটাগরিতে বিডি২৪ লাইভ ডটকমের মেহেদী হাসান হাসিব।

 


আরো সংবাদ



premium cement