১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

চট্টগ্রামে আইনজীবীর এনআইডি জালিয়াতির মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহণ!

-

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা ও জজ কোর্ট চট্টগ্রামের আইনজীবী মোহাম্মদ বদরুল হাসানের (৩২) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে স্ট্যান্ডার্ট চাটার্ড ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চট্টগ্রামের আদালতে মামলা করা হলে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্র জানা গেছে, সন্দ্বীপের মাইটভাঙ্গা শিবেরহাট এলাকার মোহাম্মদ ইউনুছের সন্তান আল আমিন (৩৫) আইনজীবী মোহাম্মদ বদরুল হাসানের নাম ব্যবহার করে ভুয়া ব্যাংক ঋণ হিসাব খুলেন চট্টগ্রাম নগরের স্ট্যান্ডার্ট চাটার্ড ব্যাংক আগ্রাবাদ শাখায়। তিনি ওই ব্যাংকের কিছু অসাধু অফিসার যোগসাজশে ছয় লক্ষ টাকা ঋণ নেন। পরে ওই ঋণ খেলাপি হয়। পরে ব্যাংকের অন্য একটি ঋণের বিপরীতে জামিনদার হতে গেলে জানাজানি হয় এ জালিয়াতির খবর।
এ ব্যাপারে মোহাম্মদ বদরুল হাসান বাদি হয়ে গতকাল রোববার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডি চট্টগ্রাম মেট্রোকে নির্দেশ দেন।


আরো সংবাদ



premium cement