দলিল লেখক সমিতির ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
- নিজস্ব প্রতিবেদক
- ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১২
৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সমাবেশে এই দাবি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ দলিল লেখক সমিতির ৭ দফা দাবি অবশ্যই পূরণ করব। ফ্যাসিস্ট আ’লীগ সরকার দলিল লেখকদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে।
সমিতির চেয়ারম্যান সামসুল আরেফিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব এম এ রশিদ, হাজী রফিকুল ইসলাম সরকার, মুস্তাফিজুর রহমান মল্লিক, নূরুল হক, এস এম আয়নাল হক, আমিনুল ইসলাম আকন, বি এম হামিনুর রহমান, এম এ তাহের, গোলাম মোস্তফা, মো: ফিরোজ আলম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেনন কে এস হোসেন টমাস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা