বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবর্তে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
- নিজস্ব প্রতিবেদক
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১০
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’! বিশ্ববিদ্যালয়ের সর্বত্র নতুন এই নামটি প্লাস্টিক সাইনে কমপোজ করে কে বা কারা টানিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কিছু বলতে পারছে না। একটি সূত্র জানিয়েছে, ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি। কারণ সরকারি অনুমতি ছাড়া নাম পরিবর্তন বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারেন না। গতকাল শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে চোখে পড়ে এমন সব স্থানে প্লাস্টিক ব্যানারে আগের নামের ওপরে নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ সাঁটিয়ে দেয়া হয়। সকালে শুভাকাক্সক্ষীদের ফোন পেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সি ব্লক, ডি ব্লক, বি ব্লক, সুপার স্পেশালাইজড হাসপাতাল, এফ ব্লকসহ মেইনগেটগুলোতে নতুন নাম সাঁটিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরতরা বেশি কিছু বলতে না পারলেও কয়েকজন জানিয়েছেন, তারা শুনেছেন গভীর রাতে ‘ছাত্র-জনতা’ পরিচয় দিয়ে একদল লোক নামের নতুন সাইনটি সাঁটিয়ে দিয়ে গেছে। শুধু যে বিশ্ববিদ্যালয়ের নামের ওপর নতুন নাম সাঁটিয়ে দেয়া হয়েছে তা নয়, প্রায় সব শিক্ষক, চিকিৎসক এমনকি কর্মকর্তাদের নামফলকে থাকা ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলো কালো কালি দিয়ে মুছে দেয়া হয়েছে।
এ ব্যাপারে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, ‘আমিও দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পুরনো নামের ওপর নতুন একটি নাম। নাম পরিবর্তনের ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত নয়। সরকারি অনুমোদন ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা যায় না।’ তাহলে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ নামের পরিবর্তে নতুন নাম ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ সাঁটিয়ে দিয়েছে কারা? এ প্রশ্নের জবাবে অধ্যাপক মো: নজরুল ইসলাম বলেন, ‘আমরা জানি না, আগেই বলেছি, সরকারের অনুমোদন ব্যতিরেকে আমরা প্রশাসনের পক্ষ থেকে নাম পরিবর্তন করতে পারি না।’ তবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গত ৬ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়া হয়েছে।’ রেজিস্ট্রার বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন সময়ের দাবি। বিভিন্ন সময় জুলাই আন্দোলনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন এবং এটা অব্যাহত রেখেছেন। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমরা প্রশাসনের পক্ষ থেকে সরকারের অনুমতি চেয়েছি। সরকারি অনুমতি সাথে সাথে পাওয়া যায় না, এটা সময়ের ব্যাপার।’ তিনি বলেন, আমরা সরকারের অনুমতি চেয়েছি, সরকার অনুমতি দিলে নাম পরিবর্তন হবে, না দিলে এভাবেই থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও শিক্ষকরা ধারণা করছেন, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি যারা ভেঙ্গেছে তাদেরই একটি গ্রুপ মেডিক্যাল এই বিশ্ববিদ্যালয়ের নতুন নামটি টানিয়ে দিয়ে যেতে পারে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও চিকিৎসকের সাথে কথা বললে, তারা নাম পরিবর্তনের ব্যাপারে সুনির্দিষ্ট কিছুই জানেন না বলে এ প্রতিবেদককে জানান। বিশ্ববিদ্যালয়ের ড্যাব ও এনডিএফের একাধিক নেতাকে জিজ্ঞাসা করা হলে, তারাও এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা