০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`
রংপুরে সমঝোতা সংলাপে হাসনাত কাইয়ুম

সংস্কার যেন সঙ্কটে না পড়ে সেজন্য দরকার রাজনৈতিক সমঝোতা

-

গত ৬ মাসে সরকারের অদক্ষতার কারণে নির্বাচনসহ বাজার ব্যবস্থাপনা ও প্রতিটি ক্ষেত্রে অব্যবস্থাপনার কারণে রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক সর্বক্ষেত্রে বিভক্তি-বিপত্তি তৈরি হয়েছে, যা সংস্কার প্রস্তাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। এ অবস্থা যাতে সঙ্কটে পরিণত না হয় সেজন্য রাজনৈতিক সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যডভোকেট হাসনাত কাইয়ুম।
গতকাল রংপুর মহানগরীর হোটেল ক্যশপিয়ায় ‘ সমঝোতা ব্যতিত সংবিধান সংস্কার কি সম্ভব ‘ শিরোনামে সমঝোতা সংলাপের এ মন্তব্য করেন তিনি।
হাসনাত কাইয়ুম বলেন, যেহেতু সরকার ব্যর্থ হয়েছে তাই সংবিধান সংস্কারে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সমঝোতা পরিষদ গঠনের লক্ষ্যে আমরা ঢাকার পর বিভাগে বিভাগে সংলাপ করছি। অংশীজনদের মতামতের ভিত্তিতে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে চব্বিশের আকাক্সক্ষা বাস্তবায়নে সংবিধান সংস্কার নির্বাচনের আগে কতটুকু এবং পরে কতটুকু করতে হবে সে বিষয়ে আমরা ঐকমত্য গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে আমাদের কাজ চলছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলা সমন্বয়ক অধ্যাপক চিনু কবিরের সভাপতিত্বে এবং বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট রায়হান কবীরের পরিচালনায় সংলাপে বক্তব্য রাখেন জুলাই ৩৬ ফোরাম অপরাজেয় বাংলার আহ্বায়ক নাজীর শাহীন, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, এবি পার্টির রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, গণসংহতি আন্দোলন রংপুর জেলা সমন্বয়ক তৌহিদুর রহমান, জেএসডি (জাসদ) রংপুর মহানগর সদস্যসচিব এবিএম মশিউর রহমান, নাগরিক ঐক্যের রংপুর জেলা আহ্বায়ক মাহি আজাদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য ফরিদুল ইসলাম, কনক রহমান, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, জেলা কমিটির সংগঠক আশিকুল ইসলাম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement