০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

মল্লিক রচনাবলীর মোড়ক উন্মোচন

-

দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত ‘মতিউর রহমান মল্লিক রচনাবলী মোড়ক উন্মোচন ও মল্লিক সন্ধ্যা’ অনুষ্ঠানের প্রধান অতিথি আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান বলেছেন, ‘কবি মতিউর রহমান মল্লিক ছিলেন সাংস্কৃতিক জগতের আইকন। সাধারণত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা দার্শনিক ঘরানার হয়ে থাকেন। তারা সাংগঠনিক কর্মকাণ্ডে অতটা তৎপর থাকেন না। কিন্তু মতিউর রহমান মল্লিক ছিলেন ব্যতিক্রম। তিনি দুই অঙ্গনেই ধারালো তলোয়ার ছিলেন। সাংস্কৃতিক কর্মীরাসহ আমরা এজন্য অনুপ্রাণিত। যুগ যুগ ধরে অনুপ্রাণিত হওয়ার এ প্লাবন চলতে থাকবে ইনশা আল্লাহ। আসুন আমি মল্লিক হই, আমরা সবাই মল্লিক হই।’
গত শুক্রবার বিকেলে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কবি মল্লিকের ৬ খণ্ডের রচনাবলীর মোড়ক উন্মোচন এবং দেশের বিখ্যাত শিল্পী ও সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় জমকালো মল্লিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। দেশীয়’র সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় কারি আব্দুল আলিম আশিকের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক ড. আ জ ম ওবায়েদুল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সাংস্কৃতিক বিভাগের সভাপতি তাসনীম আলম, সমাজসেবক মোবারক হোসাইন, বিশিষ্ট সাংবাদিক আবুল আসাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement