০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র মেজবান ও মিলনমেলা অনুষ্ঠিত

-

রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘মেজবান ও মিলনমেলা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পেশা, শ্রেণী ও নানান বয়সের প্রায় ৩০ হাজার লোকের সমাগমে মুখরিত হয়ে ওঠে কলেজের আঙিনা। শুধু চট্টগ্রামের বাসিন্দা নয়, বিভিন্ন জেলার লোকও অথিতি হিসেবে মেজবানে অংশ নেন। অষ্টাদশ শতক থেকে পুরোপুরি চট্টগ্রামে চালু হয় এ মেজবানির আয়োজন। শত বছরের বেশি পুরনো চট্টগ্রাম সমিতি ঢাকা এ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি দুই বছর পর পর এ ধরনের মেজবান আয়োজন করে।
সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেজবান কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন, সদস্যসচিব মো: গিয়াস উদ্দীন চৌধুরী। উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সহসভাপতি, অর্থ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সদস্যরা, সমিতির উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড ও হাসপাতাল কমিটির সকল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য সচিব ও সদস্যরা। এ ছাড়া সরকারের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, প্রকৌশলী, বিচারপতি, আইনজীবী, চিকিৎসক, বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ নানান পেশাজীবীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement